শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মুকুলে ছেয়ে গেছে বাগান, এবছর কি কম দামে আম পাবেন আমজনতা?

Pallabi Ghosh | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ১১Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: এবছর আম চাষিদের জন্য খুশির খবর। জানুয়ারি মাসের শেষের দিকেই মুর্শিদাবাদ জেলায় আম উৎপাদনের জন্য বিখ্যাত লালগোলা, ভগবানগোলা, লালবাগ, ফরাক্কা-সহ আরও একাধিক ব্লকের হাজার হাজার আম গাছ নতুন মুকুলে ছেয়ে গিয়েছে। জেলার আম চাষিরা আশাবাদী, গাছে যত মুকুল এখন রয়েছে তার ৫০ -৬০ শতাংশে ফল ধরলে এবছর মুর্শিদাবাদ জেলায় রেকর্ড আমের ফলন হবে। তার ফলে কমতে পারে রাজ্যে আমের দাম। 

 

ঐতিহাসিকেরা বলেন, মোগল নবাবদের সময়ে মুর্শিদাবাদ জেলার আমের বাগানগুলোতে প্রায় ২৫০টি বিভিন্ন প্রজাতির আম উৎপাদন হত। আম উৎপাদন এবং আমের গুণমান নিরীক্ষণের সঙ্গে জড়িতরা বলেন, মুর্শিদাবাদের আমের স্বাদ দেশ এবং রাজ্যের অন্যান্য প্রান্তে উৎপাদিত আমের থেকে সম্পূর্ণ ভিন্ন। মুর্শিদাবাদ জেলার আমকে রাজ্যের অন্যান্য প্রান্তে উৎপাদিত আমের থেকে পৃথক করার জন্য নবাবরা একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে চারা নিয়ে এসে 'গ্রাফটিং' পদ্ধতিতে নতুন প্রজাতির শঙ্কর আম গাছ তৈরি করেছিলেন। তবে এখনও মুর্শিদাবাদ জেলার কহিতুর, কালাপাহাড়, চন্দন কোষা, মোহনভোগ, নবাব পসন্দ-সহ আরও কয়েকটি বিলুপ্ত প্রজাতির আম মানুষের জিভে জল এনে দেয়।

 

মুর্শিদাবাদ জেলা উদ্যানপালন দপ্তরের এক আধিকারিক জানান, জেলার প্রায় ২১ হাজার ৫০০ হেক্টর জমিতে ১ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়। জেলার মধ্যে সবথেকে বেশি আম উৎপাদন হয় জঙ্গিপুর মহাকুমা এবং লালবাগ মহকুমার বিভিন্ন আম বাগানে। পিয়ারুল শেখ নামে ফরাক্কার এক আম চাষি বলেন, 'এবছর জানুয়ারি মাসের শেষ থেকে আম গাছে প্রচুর সংখ্যায় মুকুল আসতে শুরু করেছে। দিন যত যাচ্ছে মুকুলের সংখ্যা তত বাড়ছে। আমরা আশা করছি আবহাওয়া অনুকুল থাকলে এবং গাছগুলো ঠিকমত পরিচর্যা পেলে গাছে মুকুল থেকে যাবে।' চাষিদের আশা, গাছে এখন যা মুকুল রয়েছে তার ৫০ -৬০ শতাংশ ফুলে যদি ফল ধরে তাহলে যে পরিমাণ আমের উৎপাদন হবে তা আগের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যাবে।

 

তবে আম চাষিদের আশঙ্কা, হঠাৎ করে কোনও কারণে কুয়াশার দাপট বা অসময়ে বেশি বৃষ্টি বা শিলাবৃষ্টি হলে মুকুল কিছুটা নষ্ট হতে পারে। তৌসিফ শেখ নামে ভগবানগোলার এক আম চাষি বলেন, 'গতবছর মুর্শিদাবাদ জেলায় আমের 'অফ সিজন' থাকায় আম উৎপাদন কিছুটা কম হয়েছিল। আমরা আশাবাদী গত বছর রাজ্যে যে দামে মুর্শিদাবাদের আম বিক্রি হয়েছে তার থেকে এ বছর কম দামে বিক্রি হবে।'

 

আম চাষিরা জানান, ইতিমধ্যে উদ্যানপালন দপ্তরের তরফে সমস্ত চাষিদের কাছে আম গাছে কতটা মাত্রায় কীটনাশক দিতে হবে এবং কীভাবে পরিচর্যা করতে হবে তা নিয়ে সচেতন করা হয়েছে। এখন এটাই দেখার মুর্শিদাবাদের আম কবে বাজারে আসে এবং তার দাম কী থাকে।


Murshidabad Mangoes

নানান খবর

নানান খবর

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের

হাসপাতালে গুলি চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, কেন?‌

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

সোশ্যাল মিডিয়া